গত ১১ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্লাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল করে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে দেশদ্রোহীদের হাতে লাঞ্ছিত হলো এক ছাত্রী।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধর্ষণবিরোধী আন্দোলনে গিয়ে এক ছাত্রীর লাঞ্ছিত হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত একটি পথনাটকের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম দেশ রূপান্তরের ইউটিউব চ্যানেলে গত ১১ মার্চ ‘ধ-র্ষ-ণ ও না-রী নির্যাতনের বিরুদ্ধে নজরুল বিশ্ববিদ্যালয়ে পথনাটক প্রদর্শন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে।

ইলেকট্রনিক গণমাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে একইদিন ‘ময়মনসিংহে নজরুল বিশ্ববিদ্যালয়ে ধ/র্ষ/ণ ও নারী নি/র্যাত/ন বিরোধী পথনাটক’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতেও প্রচারিত ভিডিওটির অনুরূপ দৃশ্য খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা গত ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন রাস্তায় মঞ্চস্থ করেছে পথনাটক ‘ধর্ষণবিরোধী পরিবেশনা’। ২০ মিনিট দৈর্ঘ্যের এই নাটকে চিত্রায়িত হয়েছে এক নারীর প্রতি সংঘবদ্ধ সহিংসতা। কয়েকজন দুর্বৃত্ত মিলে এক তরুণীকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে। এরপর একে একে শিশুকন্যা, কিশোরী ও যুবতী নারীরা মঞ্চে এসে প্রশ্ন তোলে- তাদের অপরাধ কী? নাটকে দেখানো হয়, নারী যেই বয়সেরই হোক বা যেই পোশাকই পরুক, তাকে যৌন হয়রানির শিকার হতে হয়। সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই পরিবেশনার মাধ্যমে সবাইকে নারীর পোশাক ও আচরণ নিয়ে সমালোচনা না করে বরং নারীর প্রতি সহিংসতা বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
সুতরাং, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঞ্চস্থ পথনাটকের দৃশ্যকে ধর্ষণবিরোধী আন্দোলনে গিয়ে এক ছাত্রীর লাঞ্ছিত হওয়ার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র