HomeRumorscannerদক্ষিণ আফ্রিকার মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার 

দক্ষিণ আফ্রিকার মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার 


সম্প্রতি, ‘রাজধানীর মোহাম্মদপুরে মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে ছিনতাইকারী মাইনকা চিপায়।’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

1 655

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের মোহাম্মদপুরে মোবাইল ছিনতাইকারী আটকের কোনো ঘটনার নয় বরং এটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছিনতাইকারী আটকের ঘটনার ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানে এক্সে (সাবেক টুইটার) ‘MDN NEWS’ নামের দক্ষিণ আফ্রিকার একটি অনলাইন গণমাধ্যমে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি “A cellphone snatcher addressed properly by taxi drivers at the Kort Street rank in Johannesburg.” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট থেকে জানা যায়, সম্প্রতিজোহানেসবার্গের কোর্ট স্ট্রিট র‍্যাঙ্কে ট্যাক্সি ড্রাইভারদের দ্বারা একজন মোবাইল ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এটি সেই ঘটনারই ভিডিও।

1 656
Comparison: Rumor Scanner

এছাড়া একই দিনে দক্ষিণ আফ্রিকার স্থানীয় সাংবাদিক ‘Sihle Mavuso’ এর একটি এক্স পোস্টেও উক্ত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, ছিনতাইকারী আটকের আলোচিত ভিডিওটি বাংলাদেশের নয়। 

সুতরাং, দক্ষিণ আফ্রিকার ছিনতাইকারী আটকের ঘটনাকে বাংলাদেশের মোহাম্মদপুরে মোবাইল ছিনতাইকারী আটকের ঘটনা বলে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular