সম্প্রতি ‘আলহামদুলিল্লাহ তারাবির নামাজ শেষ করে শেখ হাসিনার জন্য দোয়া করলেন হাজারো মুসল্লী’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারাবির নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করার ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালের পুরোনো একটি ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে৷
এ বিষয়ে অনুসন্ধানে ’Sunnah TV Bangladesh’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৯ এপ্রিল ‘শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বড় বড় আলেমদের সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আব্দুর রাজ্জাক’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল দেখা যায়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল ভিডিওটির ০৫:১১ থেকে০৫:৩৩ সেকেন্ড পর্যন্ত অংশের পরে ০০:০১ থেকে ০০:১৩ সেকেন্ড পর্যন্ত অংশটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সংযোজন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷ উক্ত অংশে দেখা যায়, সে বছর রমজান মাসে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ আয়োজিত “দেশ ও জাতির কল্যাণে ইমামদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে জাতীয় ইমাম সমাজের সভাপতি আব্দুর রাজ্জাক আযহারীর সভাপতিত্বে উপস্থিত সকলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।
পরবর্তীতে, গণমাধ্যম দৈনিক ইনকিলাবের ওয়েবসাইটে ২০২৩ সালের ১০ এপ্রিল ‘প্রধানমন্ত্রী হৃদয় দিয়ে ইসলামকে ভালোবাসেন -স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে থাকা ব্যক্তিবর্গ, পেছনে থাকা ইফতার মাহফিলের ব্যানারের ছবি ও অন্যান্য বিষয়বস্তু থেকে নিশ্চিত হওয়া যায় যে Sunnah TV Bangladesh এর ইউটিউব চ্যানেলে প্রাপ্ত ভিডিও এবং উক্ত প্রতিবেদনের বিষয়বস্তু একই আয়োজনের৷ প্রতিবেদন সূত্রে জানা যায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ আয়োজিত দেশ ও জাতির কল্যাণে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০২৩ সালের ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়৷
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়৷
সুতরাং, সাম্প্রতিক সময়ে তারাবির নামাজ শেষে শেখ হাসিনার জন্য দোয়া দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।