অন্তত গত ০৫ মার্চ থেকে, ‘আজ ঢাকার অবস্থা খারাপ, ১৪৪ ধারা জারি’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকায় সম্প্রতি ১৪৪ ধারা জারির কোনো ঘটনা ঘটেনি বরং, ভিন্ন ঘটনার পুরোনো সংবাদকে উক্ত শিরোনাম দিয়ে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফেসবুক পোস্টগুলোর কমেন্টে সূত্র হিসেবে প্রিয়বাংলা২৪ নামে একটি সাইটের সংবাদের লিংক দেওয়া হয়েছে।

উক্ত লিংকে প্রবেশ করে দেখা যায়, এটি ব্লগস্পটের ‘প্রিয় বাংলা’ নামের এই ডোমেইন সাইটে অবস্থা খুবই খারাপ, ১৪৪ ধারা জারি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি প্রকাশিত হতে দেখা যায়।
কথিত সংবাদটি পড়ে দেখা যায়, ময়মনসিংহ নগরীর থানা ঘাট এলাকার হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ সিটি করপোরেশনের থানাঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত একই সময়ে একাধিক পক্ষ সভা-সমাবেশের ঘোষণা দেয়। এতে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলার অবনতির সম্ভাবনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়।
অর্থাৎ, সংবাদটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি ঢাকারও কোনো ঘটনা নয়।
জাতীয় দৈনিক প্রথম আলোর ১৪ জানুয়ারির এক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
পরবর্তীতে ঢাকার কোনো স্থানে সম্প্রতি ১৪৪ ধারা জারি করা হয়েছে কিনা সে বিষয়ে জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূল ধারার গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোয়ও কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এমন কোনো সংবাদ এলে হলে তা মূলধারা গণমাধ্যমে প্রচার হওয়ার কথা।
সুতরাং, ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে শীর্ষক দাবিতে প্রচারিত সংবাদটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র