HomeRumorscanner“ড. ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি” বলে মন্তব্য করেননি মির্জা ফখরুল

“ড. ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি” বলে মন্তব্য করেননি মির্জা ফখরুল


সম্প্রতি “ড.ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি। সাফ জানিয়ে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।” শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

unnamed 45

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন যাওয়া নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো বক্তব্যের নয়, বরং এটি ২০২২ সালে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপির দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ না করার বিষয়ে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভির লোগো দেখতে পাওয়া যায়। উক্ত সূত্র ধরে যমুনার টিভির ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ মে ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল | Fakhrul’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়৷ এই ভিডিও প্রতিবেদনের একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

unnamed 46
Video Comparison: Rumor Scanner

উক্ত ভিডিও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনলাইন গণমাধ্যম রাইজিংবিডি ডট কমের ওয়েবসাইটে ২০২২ সালের ১০ মে ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ১০ মে (২০২২) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এতে নির্বাচনের পরিবেশ তৈরি হবে। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।’ 

সুতরাং, আওয়ামীলীগ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করা নিয়ে ২০২২ সালে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে যাওয়া নিয়ে করা মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular