HomeRumorscannerডিবিসি নিউজের ফটোকার্ড সম্পাদনা করে বলাৎকার প্রসঙ্গে জামায়াত আমীরের নামে ভুয়া মন্তব্য...

ডিবিসি নিউজের ফটোকার্ড সম্পাদনা করে বলাৎকার প্রসঙ্গে জামায়াত আমীরের নামে ভুয়া মন্তব্য প্রচার 


আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থার কারণে দেশব্যাপী অপরাধের হার ক্রমাগত বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে ছিনতাই, ডাকাতির পাশাপাশি প্রতিনিয়ত ধর্ষণের সংবাদও শোনা যাচ্ছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি, ‘রোজায় দিনে নেতাকর্মীদের বলাৎকার বন্ধ রাখতে ব্যবস্থা নেয়ার আহবান জামায়াত আমিরের’ শীর্ষক শিরোনামে ইলেক্ট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

1 55

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রোজায় দিনে নেতাকর্মীদের বলাৎকার বন্ধ রাখতে ব্যবস্থা নেয়ার আহবান জামায়াত আমিরের’ শীর্ষক তথ্যে বা শিরোনামে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডিবিসি নিউজের ডিজাইন নকল করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ডিবিসি নিউজ এর লোগো রয়েছেন এবং এটি প্রকাশের তারিখ ১ মার্চ, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ১ মার্চ ‘রোজার দিনে খাবার হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেয়ার আহ্বান জামায়াত আমিরের’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

1 56
Photocard Comparison by Rumor Scanner 

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের হুবহু মিল রয়েছে। অর্থাৎ, উক্ত ফটোকার্ডটির শিরোনামের ‘খাবার হোটেল’ লেখাটির স্থলে সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটিতে ‘নেতাকর্মীদের বলাৎকার’ শীর্ষক লেখাটি যুক্ত করে দেওয়া হয়েছে।

সুতরাং, ‘রোজায় দিনে নেতাকর্মীদের বলাৎকার বন্ধ রাখতে ব্যবস্থা নেয়ার আহবান জামায়াত আমিরের’ শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজের নামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

  • DBC News Facebook Page Post
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular