সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড আকারে দাবি প্রচার করা হয়েছে, আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে” শীর্ষক কোনো মন্তব্য মিজানুর রহমান আজহারি করেননি। প্রকৃতপক্ষে, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন রাজধানীতে গত ০৩ জানুয়ারি এক কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন ।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। তাছাড়া, উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে, প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে৷ তবে, প্রচারিত উক্ত ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে ধারণা করা যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি।
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
মিজানুর রহমান আজহারি তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা তথ্য, মতামত জানিয়ে থাকেন। তবে, মিজানুর রহমান আজহারির ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।
তবে গত ৪ জানুয়ারি মূলধারার গণমাধ্যম সময় টিভি এর ওয়েবসাইটে জামায়াত ক্ষমতা পেলে দেশ আমূল পরিবর্তন হবে: সেলিম উদ্দিন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে জানা যায়, ৩ জানুয়ারি বিকেলে রাজধানীর গেলারটেক ঈদগাহ মাঠে দারুস সালাম থানা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জামায়াত ক্ষমতা পেলে ৫ বছরে দেশ আমূল পরিবর্তন হয়ে যাবে। সমাজে কোনো চোর, ডাকাত, টেন্ডারবাজ থাকবে না। সবাই রাষ্ট্র ও সমাজ গঠনের কাজে নিয়োজিত থাকবে।’
এছাড়া, গত ৪ জানুয়ারি দৈনিক জনকন্ঠ এর ওয়েবসাইটে ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, ড. মিজানুর রহমান আজহারি জামায়াত ইসলামীর ক্ষমতায় যাওয়া নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং, জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে শীর্ষক মন্তব্যটি মিজানুর রহমান আজহারি করেছেন বলে ইন্টারনেটে প্রচারিত দাবিটি মিথ্যা।