HomeRumorscannerচ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানি বিমানবাহিনী আয়োজিত প্রদর্শনীর ভিডিও দাবিতে পুরোনো ভিডিও...

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানি বিমানবাহিনী আয়োজিত প্রদর্শনীর ভিডিও দাবিতে পুরোনো ভিডিও প্রচার


গত ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের পর্দা উঠে। এবারের আসরকে কেন্দ্র করে কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও পাকিস্তানের বিমানবাহিনীর পক্ষ থেকে প্রথম ম্যাচের শুরুতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সম্প্রতি, উক্ত প্রদর্শনীর ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফি

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী উপলক্ষে পাকিস্তানি বিমানবাহিনীর বিশেষ প্রদর্শনীর ঘটনার নয়। প্রকৃতপক্ষে, উক্ত ভিডিওটি ২০২২ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচ্য ভিডিও কিছু কী ফ্রেম রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে Negi Vlog Bangalore নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি Aero India // Asia’s biggest air show ll শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

unnamed 2025 02 28T154222.287
Video Comparison by Rumor Scanner 

উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটির বিস্তারিত বিবরণীতে দাবি করা হয়, এটি ভারতের ব্যাঙ্গালুরুতে আয়োজিত সর্ববৃহৎ এয়ার শো Aero India 2023 এর একটি মুহূর্তের ভিডিও। 

উক্ত দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যমে Aero India 2023 এর একাধিক ভিডিও (১, ২, ৩) পর্যালোচনা করেও আলোচিত প্রদর্শনীর সন্ধান মেলেনি।

পরবর্তীতে Sarat CB নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর প্রচারিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

unnamed 39
Screenshot: Youtube

উক্ত ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, এয়ার শো ২০২২ এর সূর্যকিরণ এয়ার শো’র ভিডিও। তবে ভিডিওটির মন্তব্যের ঘরে domoh3r339 ইউজারনেমের একজন ব্যক্তি ভিডিওটিকে ভিএফএক্স বা ভিজ্যুয়াল এফেক্টস-এর সহায়তায় নির্মিত ভিডিও বলে দাবি করেন। উক্ত মন্তব্যের প্রতিউত্তরে ভিডিওটি প্রচারকারীকে একমত প্রকাশ করতেও দেখা যায়।

unnamed 38
Screenshot: Youtube 

অর্থাৎ, ভিএফএক্স বা ভিজ্যুয়াল এফেক্টস প্রযুক্তির সহায়তায় নির্মিত ভিডিওকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানি বিমানবাহিনীর প্রদর্শনীর ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে। যেটি প্রায় ২০২২ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যামান রয়েছে। 

সুতরাং, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচের শুরুতে পাকিস্তানী বিমানবাহিনীর বিশেষ প্রদর্শনীর ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Negi Vlog Bangalore Youtube Channel Video
  • Sarat CB Youtube Channel Video
  • Rumor Scanner’s Analysis
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular