সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “Alhamdulillah! চীনে এক্স শিবিররা শিবিরের শাখা খুলে ফেললো। একই সুরে গান গাচ্ছেন শিবিরের সাবেক রিফাত, জুনাইয়েদ ভাই। সেখানে আরো আছেন নোয়াখালীর সাবেক সাথীপ্রর্থী নাছির ভাই। আরো আছেন জামায়াতের রোকুম মঈন চাচা।”
প্রচারিত ভিডিওটিতে রাজনৈতিক নেতাবৃন্দদের শিবির সংগীত “পদ্মা, মেঘনা, যমুনার তীরে আমরা শিবির গড়েছি” গানটি গাইতে শোনা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক শিবির নেতাদের সাথে বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা শিবির সংগীত গাননি বরং, তাদের ‘মুক্তির মন্দির সোপানতলে’ গানটি গাওয়ার ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে “পদ্মা, মেঘনা, যমুনার তীরে আমরা শিবির গড়েছি” শীর্ষক গানটির অডিও সংযুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার গণমাধ্যম মাছরাঙা নিউজের ইউটিউব চ্যানেলে “চীন সফরে একসাথে গান গাইলো রাজনৈতিক নেতারা” শীর্ষক শিরোনামে গত ০৪ মার্চে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়৷
উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির তুলনা করলে অডিও ব্যতীত বাকী সবকিছুর সাদৃশ্য পাওয়া যায়। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে শিবির সংগীত “পদ্মা, মেঘনা, যমুনার তীরে আমরা শিবির গড়েছি” গাইতে দেখা গেলেও মাছরাঙায় প্রচারিত উক্ত ভিডিওটিতে “মু্ক্তির মন্দির সোপানতলে” শীর্ষক গানটি গাইতে দেখা যায়।
এছাড়াও অনুসন্ধানে জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে গত ০৪ মার্চে উক্ত ভিডিওটি প্রচার হতে দেখা যায়। ভিডিওটি সম্পর্কে শহিদুল ইসলাম বাবুল ক্যাপশনে লিখেন, “চায়নার ট্রেন জার্নি ও কামরার অন্য সহযাত্রীদের অনুমতি নিয়ে ক্ষনিক আত্মবিনোদনের চেষ্টা | উল্লেখ্য এই কম্পার্টমেন্টের প্রায় সবাই আমাদের টিম মেম্বার চাইনিজ যারা তারা (CPC) প্রতিনিধি। তাছাড়া কামরার সকলের অনুমতি ও উৎসাহ নিয়েই এই গান ভিডিও করা হয়েছে।
এইখানে কাউকে বিরক্ত করার ব্যাপার ঘটে নাই।” উক্ত ভিডিওটিতেও রাজনৈতিক নেতৃবৃন্দদের “মু্ক্তির মন্দির সোপানতলে” শীর্ষক গানটি গাইতে দেখা যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটিতে প্রকৃতপক্ষে “মু্ক্তির মন্দির সোপানতলে” শীর্ষক গানটি গাওয়া হয়েছিল৷ যাতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শিবিরের সংগীত “পদ্মা, মেঘনা, যমুনার তীরে আমরা শিবির গড়েছি” এর অডিও সংযুক্ত করা হয়েছে।
সুতরাং, চীন ভ্রমণে সাবেক শিবির নেতারা শিবির সংগীত “পদ্মা, মেঘনা, যমুনার তীরে আমরা শিবির গড়েছি” শীর্ষক গান গেয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওর অডিওটি এডিটেড বা সম্পাদিত।