HomeRumorscannerচীনা সংবাদমাধ্যম সিনহুয়া ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করেনি

চীনা সংবাদমাধ্যম সিনহুয়া ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করেনি


গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর থেকে নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, “চীনের প্রধান সংবাদমাধ্যম সিনহুয়া ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করলো”। এক্ষেত্রে কিছু কিছু পোস্টে স্বাধীন বাংলাদেশ নামে একটি ওয়েবসাইটকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

22 8

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

22 9

উক্ত দাবিতে স্বাধীন বাংলাদেশ নিউজ ২৪৭ নামক সাইটে/ব্লগে প্রকাশিত কথিত সংবাদ প্রতিবেদনটি দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চীনা সংবাদমাধ্যম সিনহুয়া ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করেনি বরং কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার হয়ে আসছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। তবে কিছু পোস্টে ‘স্বাধীন বাংলাদেশ নিউজ ২৪৭’ নামের একটি ওয়েবসাইটকে তথ্যসূত্র হিসেবে দাবি করা হয় এবং কিছু পোস্টের মন্তব্য সেকশনে উক্ত ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের লিঙ্কও সংযুক্ত করা হয়। এরই সূত্র ধরে স্বাধীন বাংলাদেশ নিউজ ২৪৭ নামক কথিত উক্ত তথ্যসূত্রের ওয়েবসাইট ভিজিট করলে দেখা যায় এটি ব্লগস্পট ডোমেইনে তৈরি করা হয়েছে। এবং উক্ত ওয়েবসাইটে প্রকাশিত উক্ত প্রতিবেদনটিতে আলোচিত দাবিটি করা হলেও তার পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে সিনহুয়ার ওয়েবসাইট ভিজিট করলে দেখা যায়, সিনহুয়া নিয়মিতভাবেই বাংলাদেশের নানা বিষয়ে সংবাদ প্রকাশ করে থাকে। উল্লেখ্য যে, সিনহুয়া নিউজ এজেন্সি চীনা সরকার কর্তৃক পরিচালিত একটি সংবাদমাধ্যম। উক্ত ওয়েবসাইটটিতে বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারকে উল্লেখপূর্বক প্রকাশিত সংবাদের বিষয়ে অনুসন্ধান করলে নানা সময়ে বেশ কিছু সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।

যেমন, ২০২৪ সালের ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করবে জানিয়ে ০৫ আগস্ট একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয়। ০৭ আগস্ট আরেক প্রতিবেদনে জানানো হয়, মোহাম্মদ ইউনূস হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।

তাছাড়া, সিনহুয়ায় ১৫ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, ১৪ আগস্ট ঢাকায় নিযুক্ত চী‌নের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন ব‌লেছেন, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন। বাংলাদেশি জনগণের সাথে বন্ধুত্ব ও ভালো প্রতিবেশিতার প্রতি চীনের প্রতিশ্রুতি অবিচল। দুই পক্ষের মধ্যে সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব বিকাশ, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা প্রচার, এবং আগামী বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী যৌথভাবে উদযাপন নিয়ে গভীর আলোচনা হয়েছে।

ইয়াও এছাড়াও জানান যে, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে কঠোরভাবে মেনে চলে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা এবং বাংলাদেশের জনগণ কর্তৃক স্বতন্ত্রভাবে নির্বাচিত উন্নয়নপথকে সম্মান করে। আমাদের বন্ধুত্ব ও সহযোগিতা বাংলাদেশের সব জনগণের প্রতি কেন্দ্রিত, যা সবার উপকারে আসে এবং সবার সমর্থন পায়। একজন ঘনিষ্ঠ প্রতিবেশী ও বাংলাদেশের বন্ধুরূপে, বাংলাদেশের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন সর্বদা বাংলাদেশের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে।

চীন বাংলাদেশকে নিয়ে দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতা প্রসারের জন্য এবং সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও এগিয়ে নিতে প্রস্তুত।

এছাড়াও, বাংলাদেশের বাণিজ্যিক, রাজনৈতিকসহ নানা সংবাদ নিয়মিতই প্রকাশ করে আসছে সিনহুয়া। তবে, কোথাও তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করেছেন শীর্ষক তথ্য পাওয়া যায়নি। বরং, চীনের সাথে বাংলাদেশের সম্পর্কে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করার তথ্য নানা সংবাদে দেখা যায়। 

তাছাড়া, চীন সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধীতা করেনি বরং একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি চীন সফরেও যাবেন। সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি ও বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তাই, চীন সরকার কর্তৃক পরিচালিত সংবাদমাধ্যম থেকে এরূপ দাবি প্রচার করার বিষয়টিও সাংঘর্ষিক।

সুতরাং, চীনা সংবাদমাধ্যম সিনহুয়া ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করেছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular