সম্প্রতি, বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাখিরপাড় গ্রামে হিন্দু খোকন মজুমদারের বাড়িতে তার ছেলে পিয়াসকে হাত পা বেঁধে হত্যা করার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এছাড়া একই ভিডিও নাম ছাড়া হিন্দু দাবিতে এবং ফেসবুকে তৌহিদি জনতা খুন করেছে দাবিতে প্রচার হচ্ছে।

এক্সে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওর হত্যাকাণ্ডের শিকার এই ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী নন বরং তিনি একজন খ্রিষ্টান ধর্মাবলম্বী।
এ বিষয়ে অনুসন্ধানে গত ১১ মার্চ ফেসবুকে Tayef Rezuan Rupak নামের একটি অ্যাকাউন্টে ‘গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামে দিনে-দুপুরে ডাকাতি ও খুনের ঘটনা ঘটেছে। ডাকাত ও দুবৃত্তরা খ্রিস্টান সম্প্রদায়স্থ খোকন মজুমদারের ছেলে পিয়াল মজুমদারকে হাত-পা বেঁধে হত্যা করে সমগ্র ঘর লুটপাট করেছে। বাড়িঘরেও কেউ নিরাপদ না! এই মৃত্যু উপত্যকা আমার বাংলাদেশ না!‘ শীর্ষক একটি ভিডিও পোস্ট পাওয়া যায়, ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর হাত-পা বাঁধা যুবক, যুবকের পরিহিত প্যান্ট, বিছানা, টিভি এবং মশারীর মিল পাওয়া যায়।

উক্ত তথ্যের সূত্রে জাতীয় দৈনিক আজকের পত্রিকায় একইদিন প্রকাশিত ‘কোটালীপাড়ায় ঘরে ঢুকে যুবককে হাত-পা বেঁধে হত্যা, মালামাল লুট’ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায়, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসতঘরে ঢুকে পিয়াস মজুমদার (২২) নামের এক যুবককে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা ঘরের আসবাব ভাঙচুর করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, পিয়াস নামের এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।
রিউমর স্ক্যানারের পক্ষ থেকে নিহত পিয়াস মজুমদার হিন্দু কিনা জানতে কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সে হিন্দু হওয়ার দাবিটি ভুয়া। সে খ্রিস্টান সম্প্রদায়ের। চুরি-ডাকাতির উদ্দেশ্যে তার ঘরে অপরাধী এসেছিল৷ ঘরে সে দেখে ফেলায় তাকে বেঁধে মেরে চলে গেছে। অপরাধী এখনও ধরা হয়নি। তদন্ত ও কাজ চলছে।
সুতরাং, গোপালগঞ্জের কোটালীপাড়ায় খুন হওয়া একজন খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তির ভিডিওকে বাংলাদেশে হিন্দু ব্যক্তিকে হত্যার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।