HomeRumorscannerগোপনে গাঁজা ও মদের ব্যবসা করেন শান্ত আয় ২ কোটি শীর্ষক সংবাদ...

গোপনে গাঁজা ও মদের ব্যবসা করেন শান্ত আয় ২ কোটি শীর্ষক সংবাদ দেয়নি যমুনা টিভি


সম্প্রতি “ক্রিকেটের পাশাপাশি গোপনে গাঁজা ও মদের ব্যবসা করেন শান্ত আয় ২ কোটি” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

1 235

উক্ত দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ক্রিকেটের পাশাপাশি গোপনে গাঁজা ও মদের ব্যবসা করেন শান্ত আয় ২ কোটি” শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির ডিজাইন ব্যবহার করে উক্ত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৭ মার্চ, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে যমুনার ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি আলোচিত ফটোকার্ডটির ফন্টের সাথেও যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ফন্টের মিল পাওয়া যায়নি। 

1 236
Screenshot comparison: Rumor Scanner 

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে কিওয়ার্ড সার্চ করে অন্যান্য গণমাধ্যমেও এই সংক্রান্ত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, ‘ক্রিকেটের পাশাপাশি গোপনে গাঁজা ও মদের ব্যবসা করেন শান্ত আয় ২ কোটি’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular