HomeRumorscannerকুদরতি পাথর নয়, এটি মিশরের কায়রো বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য

কুদরতি পাথর নয়, এটি মিশরের কায়রো বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য


সম্প্রতি, ‘এই সেই আল্লাহর কুদরতি পাথর যে হাজার হাজার বছর ধরে ঝুলন্ত উড়ে ভেসে আছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

1 122

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে দেখতে পাওয়া পাথরগুলো কোনো কুদরতি পাথর নয়। এছাড়াও এগুলো হাজার হাজার বছর ধরে ভেসে থাকার দাবিটিও সঠিক নয়। প্রকৃতপক্ষে, এটি মিশরের কায়রো বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য।

মূলত, ২০০৮ সালে মিশরের কায়রো বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পাথরের একটি অপটিক্যাল ইল্যুশন ভাস্কর্য তৈরি করা হয়। শাবান আব্বাস নামের মিশরীয় এক জনপ্রিয় ভাস্কর এটি তৈরি করেন। সম্প্রতি, উক্ত ভাস্কর্যটিকেই হাজার হাজার বছর ধরে ঝুলন্ত অবস্থায় ভেসে থাকা কুদরতি পাথর দাবিতে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্বেও পাথরগুলো নিয়ে ভিন্ন ভিন্ন দাবি ছড়িয়ে পড়লে তা নিয়ে কুইক ফ্যাক্টচেক ও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular