Homeentertainment‘কচি সুন্দরী ভার্জিন মেয়ে’ পেয়েছে তাহসান: তসলিমা নাসরিন!

‘কচি সুন্দরী ভার্জিন মেয়ে’ পেয়েছে তাহসান: তসলিমা নাসরিন!


অবশেষে একাকীত্ব ঘুচল তাহসানের। রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রায় আট বছর পর নতুন করে সংসার পাতলেন তাহসান। গায়কের নতুন বিয়ে নিয়ে ইতিমধ্যেই দেশে শোরগোল। ‘নতুন ভাবী’র প্রশংসায় পঞ্চমুখ হয়ে ‘ভাইয়া’র প্রাক্তন মিথিলাকে নিয়ে নানা কুৎসা শুরু হয়েছে! ঠিক সেই আবহেই অভিনেত্রী তথা সমাজকর্মী মিথিলার হয়ে ব্যাটন ধরলেন তসলিমা নাসরিন। পালটা নিন্দুকদের উদ্দেশে তোপ দাগলেন লেখিকা।
Screenshot 498
তাহসানের সঙ্গে ১১ বছর বৈবাহিক সম্পর্কে থাকার পর জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মিথিলার। তিনি এখন পরিচালক সৃজিতের ঘরণি। তবে মেয়ে আইরার খাতিরেই প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন মিথিলা।

এবার তাহসান দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতেই নতুন করে ট্রোলড হলেন অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই তসলিমা নিন্দুকদের উদ্দেশে ফেসবুক পোস্ট করে পুরুষতান্ত্রিক সমাজের উল্লাসকে বিঁধলেন।

তসলিমা নাসরিন লিখেছেন, “ফেসবুক ছেয়ে গিয়েছে ‘তাহসান জিতেছে তাহসান জিতেছে’ রবে। কেন তাহসান জিতেছে, বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে। এর মধ্যে জেতাজেতির কি হল? হেট্রোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে, তারা জীবনের কোনও এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, লিভ ইন করে বা তাকে বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতলো কেন তাহলে তাহসান? আসলে যারা জিতেছে, জিতেছে বলে চেঁচাচ্ছে, তারা মনে করেছে তাহসান এক বাচ্চার বাবা হয়েও, ডিভোর্সী হয়েও একটা ‘কচি সুন্দরী ভার্জিন মেয়ে’ পেয়েছে। মর্ত্যে বসে যত খুশি এবং যেভাবে খুশি নারী ভোগ করার পর স্বর্গে গিয়ে সঙ্গমের জন্য ভার্জিন হুর পেয়ে যাওয়াকে মুসলমানরা ‘জিতে যাওয়া’ই মনে করে। কিন্তু রোজা আহমেদ রক্ত মাংসের মানুষ, হুর নয়, খুব সম্ভবত ভার্জিনও নয়। রাজকন্যার জীবন তার ছিল না, খুব স্ট্রাগল করেছে জীবনে। দারিদ্রের বিরুদ্ধে দীর্ঘ দিন সংগ্রাম করে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। কঠিন সংগ্রামের দিনগুলোয় নিজের লক্ষে স্থির ছিল বলে, নিজের স্বপ্ন যে করেই হোক পূরণ করতে চেয়েছিল বলে নারীবিদ্বেষী সমাজ রোজাকে কম নিন্দে করেনি, কম অপমান করেনি, কম অপদস্থ করেনি। মিথিলার বিরুদ্ধেও কম কুৎসা রটায়নি এই সমাজ।”

Download

Full Video



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular