সম্প্রতি, ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে ড. ইউনূসের নোবেল বাতিল করা হচ্ছে শীর্ষক মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করেছেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে ড. ইউনূসের নোবেল বাতিল করা হচ্ছে শীর্ষক মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করেছেন দাবিটি সঠিক নয় বরং, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন বিষয়ে ভিন্ন বিষয়ে কথা বলার ভিডিও ফুটেজ দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
ভিডিওটি পর্যবেক্ষণ করে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায়, “But I love the countries of Europe. I, I love all countries, frankly. All different. But European Union has been… it was formed in order to screw the United States. I mean, look, let’s be honest. The European Union was formed in order to screw the United States. That’s the purpose of it, and they’ve done a good job of it, but now I’m president.”
এর বাংলা ভাবানুবাদ করলে দাঁড়ায়: “আমি ইউরোপের দেশগুলোকে ভালোবাসি। আমি সত্যি বলতে, সব দেশকেই ভালোবাসি। সবকিছুই ভিন্ন। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন… এটা গঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্য। আসুন, সত্যি কথা বলি। ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্য। এটাই ছিল এর উদ্দেশ্য, এবং তারা এতে ভালোভাবেই সফল হয়েছে, কিন্তু এখন আমি প্রেসিডেন্ট।”
ভিডিওটিতে ড. মুহাম্মদ ইউনূসের নোবেল বাতিল সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে কোনো কথা বলতে দেখা যায়নি।
পরবর্তীতে, ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘The White House’ ইউটিউব চ্যানেলে গত ২৬ ফেব্রুয়ারি ‘President Trump Hosts First Cabinet Meeting, Feb. 26, 2025’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির ৫০ মিনিট ৫০ সেকেন্ড থেকে ৫১ মিনিট ৬ সেকেন্ড অংশের সাথে আলোচিত দবিতে প্রচারিত ভিডিওর হুবুহু মিল হয়েছে।

ভিডিওটিতে ৫০ মিনিট ২ সেকেন্ডে প্রশ্ন করা হয় ‘ মিঃ প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়নের উপর আপনি কী মাত্রার শুল্ক আরোপ করবেন, সে বিষয়ে কি আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন?
উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি এবং খুব শীঘ্রই তা ঘোষণা করব। সাধারণভাবে, এটি ২৫ শতাংশের মতো হবে, এবং এটি গাড়ি ও অন্যান্য সমস্ত পণ্যের ওপর প্রযোজ্য হবে। ইউরোপীয় ইউনিয়ন কানাডার চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। তারা বিভিন্ন উপায়ে আমাদের দুর্বলতার সুযোগ নিয়েছে। তারা আমাদের গাড়ি গ্রহণ করে না। তারা মূলত আমাদের কৃষিপণ্যও গ্রহণ করে না। তারা নানা অজুহাতে সেগুলো প্রত্যাখ্যান করে। অথচ আমরা তাদের সবকিছু গ্রহণ করি, এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের প্রায় ৩০০ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। দেখুন, আমি ইউরোপের দেশগুলোকে ভালোবাসি। আমার মনে হয়, কোনো এক সময়ে আমি সেখান থেকেই এসেছিলাম, বহুকাল আগে, তাই না? পরোক্ষভাবে, হয়তো সরাসরিও। তবে আমি ইউরোপের দেশগুলোকে ভালোবাসি। আমি সত্যি বলতে, সব দেশকেই ভালোবাসি। সবকিছুই ভিন্ন। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন… এটা গঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্য। আসুন, সত্যি কথা বলি। ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্য। এটাই ছিল এর উদ্দেশ্য, এবং তারা এতে ভালোভাবেই সফল হয়েছে, কিন্তু এখন আমি প্রেসিডেন্ট।
তাছাড়া, ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে ড. ইউনূসের নোবেল বাতিল করা হচ্ছে শীর্ষক মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করেছেন কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির বিষয়ে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকের ভিন্ন বিষয়ের ভিডিও ক্লিপ দিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে ড. ইউনূসের নোবেল বাতিল করা হচ্ছে শীর্ষক মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।