সম্প্রতি, ২৪ ঘন্টার মধ্যে উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে জাতিসংঘ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ নজরুলকে গ্রেফতারের নির্দেশ দেয়নি জাতিসংঘ বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফেসবুক পোস্টগুলোর কমেন্টে সূত্র হিসেবে একটি সংবাদের লিংক দেওয়া হয়েছে।

উক্ত লিংকে প্রবেশ করে দেখা যায়, এটি ব্লগস্পটের বিনামূল্যের ‘স্বাধীন নিউজ’ নামের এই ডোমেইন সাইটে ‘জাতিসংঘের নির্দেশে উপদেষ্টা আসিফ নজরুলের গ্রেপ্তার চূড়ান্ত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি গত ০৬ মার্চ প্রকাশিত হতে দেখা যায় এবং এটিই আলোচিত দাবিটির সম্ভাব্য উৎস বলে প্রতীয়মান হয়।
কথিত সংবাদটি পড়ে দেখা যায়, “বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এক বড় সিদ্ধান্ত এলো জাতিসংঘের পক্ষ থেকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্দেশে **উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেপ্তারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে**। তাঁর বিরুদ্ধে **রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানো, সহিংসতা উসকে দেওয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ** আনা হয়েছে।”
জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বিবৃতির বরাত দিয়ে দাবি করা হয়েছে, “বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে। আমরা দেখেছি, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সহিংসতা উসকে দিচ্ছেন। এটি বন্ধ করতেই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
রিউমর স্ক্যানার জাতিসংঘের এমন কোনো বিবৃতির অস্তিত্ব পায়নি যেখানে সংস্থাটির পক্ষ থেকে আসিফ নজরুলকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
উক্ত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূল ধারার গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোয়ও কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এমন কোনো সংবাদ এলে হলে তা মূলধারা গণমাধ্যমে প্রচার হওয়ার কথা।
আসিফ নজরুল বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করছেন। ৫ মার্চ জেনেভায় জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ওপর ‘চার্টিং দ্য পাথ ফরোয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধকার হাই কমিশনার ভলকার টুর্কও উপস্থিত ছিলেন।
সুতরাং, ২৪ ঘন্টার মধ্যে উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে জাতিসংঘ শীর্ষক দাবিতে প্রচারিত সংবাদটি ভুয়া ও বানোয়াট।