HomeRumorscanner‘আবু সাঈদ মুদ্ধ, টিপে দিয়েছে দুগ্ধ’ শীর্ষক লেখা সম্বলিত প্রচারিত প্ল্যাকার্ডটি সম্পাদিত

‘আবু সাঈদ মুদ্ধ, টিপে দিয়েছে দুগ্ধ’ শীর্ষক লেখা সম্বলিত প্রচারিত প্ল্যাকার্ডটি সম্পাদিত


সম্প্রতি ‘তারাও বৈষম্যের শিকার! সফলভাবে ৭.৬২ ফায়ার করার পরেও, তাদেরকে উপদেষ্টা বানানো হয়নি।’ শীর্ষক ক্যাপশনে একজন ব্যক্তির হাতে ‘আবু সাঈদ মুদ্ধ, টিপে দিয়েছে দুগ্ধ’ লিখা প্লেকার্ডের একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।

1 124

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আবু সাঈদ মুদ্ধ, টিপে দিয়েছে দুগ্ধ’ লেখা প্ল্যাকার্ডের ছবিটি আসল নয়। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন একটি প্ল্যাকার্ডের ছবিকে সম্পাদনা করে আলোচিত প্ল্যাকার্ডের ছবিটি তৈরি করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম The Daily Sun এর ওয়েবসাইটে ২০২৪ সালের ০৭ ডিসেম্বর ‘Armed Forces retirees protest against Indian aggression’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে ‘আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ৷ প্রচারে: সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ’ লিখা প্ল্যাকার্ড হাতে একজন ব্যক্তিকে দেখা যায়, উক্ত ব্যক্তির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির ব্যক্তির চেহারার মিল খুঁজে পাওয়া যায়। 

1 125
Comparison:Rumor Scanner 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৪ সালের ০৭ ডিসেম্বর মহাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবের সামনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ এবং জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানায়, এই আয়োজনের  প্ল্যাকার্ডগুলোতে লিখা ছিলো ‘প্রচারে: সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ’। 

পরবর্তীতে, ২০২৪ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত New Age এর অনলাইনে ‘Protests continue’ শীর্ষক একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়৷ 

অর্থাৎ, মূল প্ল্যাকার্ডে ‘আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। প্রচারে: সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ’ এর স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ‘আবু সাঈদ মুদ্ধ, টিপে দিয়েছে দুগ্ধ প্রচারে, সেনাবাহিনীর বহিস্কৃত জঙ্গি লেখা হয়েছে’ শীর্ষক লেখা প্রতিস্থাপন করা হয়েছে৷ 

সুতরাং, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের মিছিলের প্ল্যাকার্ডে ‘আবু সাঈদ মুদ্ধ, টিপে দিয়েছে দুগ্ধ’ শীর্ষক লেখা রয়েছে দাবিতে প্রচারিত প্ল্যাকার্ডটি এডিটেড বা সম্পাদিত। 

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular