HomeRumorscannerআগে বিচার পরে সংষ্কার শীর্ষক মন্তব্য তাসনিম জারা করেননি

আগে বিচার পরে সংষ্কার শীর্ষক মন্তব্য তাসনিম জারা করেননি


সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ছবি সংযুক্ত করে দাবি প্রচার করা হয়েছে যে তাসনিম জারা বলেছেন “আগে বিচার পরে সংস্কার, বিচার ছাড়া আমরা নির্বাচন চাই না।”

1 299

উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন: একাত্তর টিভি।

1 300

পরবর্তীতে উক্ত গণমাধ্যমটির ফটোকার্ডের মাধ্যমে আলোচিত দাবিটি নানা ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে প্রচার করেন। 

ফেসবুকে প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আগে বিচার পরে সংস্কার, বিচার ছাড়া আমরা নির্বাচন চাই না” শীর্ষক কোনো প্রকাশ্য মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা করেননি বরং, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে তাসনিম জারার এরূপ কোনো মন্তব্য করার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তাসনিম জারা এরূপ কোনো মন্তব্য করে থাকলে তার ভিডিও ফুটেজ বা নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ থাকার কথা। কিন্তু, এরূপ কোনোকিছুই মেলেনি।

পরবর্তীতে তাসনিম জারার ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে দেখা যায়, একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত উক্ত ফেসবুক পোস্টটি গত ১০ মার্চে তার পেজে শেয়ার করে তিনি লিখেছেন, “এটা বানোয়াট উক্তি। আমি এমন কিছু কখনোই বলি নি। এটা বলার প্রশ্নই আসে না। একাত্তর টিভি কোন উদ্দেশ্যে এমন প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটা খতিয়ে দেখতে হবে।”

1 301
Screenshot: Facebook

উল্লেখ্য যে, পরবর্তীতে একাত্তর টিভি আলোচিত দাবিতে তাদের প্রচারিত ফেসবুক পোস্টটি সরিয়ে নেয় এবং প্রচারিত পোস্টের বিষয়ে ঐদিনই (১০ মার্চ) আরেকটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, “শহীদ জাবিরের বাবার বক্তব্য ভুলক্রমে ডা. তাসনিম জারার ছবিসহ পোস্ট দেওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। -একাত্তর”

উল্লেখ্য যে, অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এ গত ১০ মার্চে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, গত ১০ মার্চে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে ছয় বছরের শহীদ জাবির ইব্রাহীমের বাবা বলেন, ‘আমাদের শহীদ পরিবার এবং আহতদের একত্রিত করায় শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ ও আহত পরিবারের সবাই আগে বিচার চাই। আগে বিচার হবে, তারপর সংস্কার হবে। বিচার, সংস্কার না হইলে আরেকটা চব্বিশ হবে। বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আহতের সুচিকিৎসা আরও দ্রুত করা দরকার।’

সুতরাং, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছেন, “আগে বিচার পরে সংস্কার, বিচার ছাড়া আমরা নির্বাচন চাই না” শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular